ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
বে-সরকারী কলেজের শিক্ষক দের জনবল কাঠামো ও এমপিও ভূক্তির দাবিতে সংসদ সদস্যের নিকট স্মারক লিপি প্রদান।
সারা দেশে ৫হাজার ৫ শত শিক্ষক কে সংশোধনী জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত বে-সরকারী কলেজ সমূহ কে বৈধভাবে নিযোগ প্রাপ্ত অন্তর্ভূক্ত ও এমপিওভূুক্তির দাবিতে সাবেক প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী ও প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয় সর্ম্পকীত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপির নিকট গতকাল মঙ্গলবার দুপুর ২টায় বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব সঞ্জিত প্রদাস গুপ্ত ও আহব্বায়ক রিয়াজুল করিম স্মারক লিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান কালে সংগঠনের সদস্য সচিব সঞ্জিত প্রসাদ জিতু বলেন, আমাদের এই দাবী রুটি রুজির দাবী। সারা দেশে বে-সরকারী কলেজে পাঠদানরত প্রায় সাড়ে ৫ হাজার অনার্স মাস্টার্স শিক্ষক রয়েছে তারা দূর্বীসহ জীবন জাপন করছে। এমপিও ভূক্তির দাবিতে সংসদে উত্থাপনের জন্য এমপি মহোদয়কে আহব্বান জানান।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন শহীদ স্মৃতি আদর্শ কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষক আতিকুর রহমান ও ইতিহাস বিভাগের সোহেল রানা সহ সংগঠনের নেতা কর্মীরা।
Real time news update
More Stories
তুরাগে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ১ম বর্ষপূর্তি পালিত
বিরামপুর উপজেলা ভূমি অফিসের সীমানা প্রাচীর নির্মাণ করায় অবরূদ্ধ পরিবার ॥
ফুলবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চারজনের বির”দ্ধে প্রতি পক্ষের মিথ্যা মামলা দায়ের।