January 28, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

ভ্রাম্যমান আদালতে ৩১ লাখ টাকা জরিমানা তবুও পীরগঞ্জে কৃষি জমিতে স্থাপিত ইট ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠখড়ি

ভ্রাম্যমান আদালতে ৩১ লাখ টাকা জরিমানা তবুও পীরগঞ্জে কৃষি জমিতে স্থাপিত ইট ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠখড়ি

ভ্রাম্যমান আদালতে ৩১ লাখ টাকা জরিমানা তবুও পীরগঞ্জে কৃষি জমিতে স্থাপিত ইট ভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠখড়ি


বখতিয়ার রহমান,পীরগঞ্জ (রংপুর) ঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার বেশীর ভাগ ইট ভাটায় ইট পোড়ানো অধ্যাদেশ আইন উপেক্ষা করে ইট পোড়ানো অব্যাহত রয়েছে । অথচ সংশ্লিষ্ট প্রশাসন এখনও এ ব্যাপারে কার্যকর কোন পদক্ষেপ গ্রহন করতে পারেননি । আর এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকার কৃষক সহ সচেতন মহল । তারা দেশের পরিবেশ রক্ষার্থে জরুরী এ পরিস্থিতির অবসান চায় ।
সুত্রে জানা গেছে, পীরগঞ্জে বর্তমানে ৫২টির মত ইট ভাটা রয়েছে । ভাটা গুলির বেশীর ভাগেরই নেই কোন বৈধ লাইসেন্স । তার পরেও প্রশাসনের যথাযথ পদক্ষেপের অভাবে আবাসিক ও বনায়ন এলাকায় কৃষি জমিতে গড়ে উঠেছে এ সব ইট ভাটা । ভাটা গুলিতে ইট তৈরীর ক্ষেতে ব্যবহার হচ্ছে কৃষি জমির টপ সোয়েল এবং জ¦ালানী হিসেবে নির্বিগ্নে ব্যবহার হচ্ছে কাঠ খড়ি ।
গত সোমবার উপজেলার ঝরার ঘাট,কাঞ্চনপুর, ঝরারঘাট,দানেশনগর, মাদারগঞ্জ, ডাষাড়পাড়া সহ ক’টি ইট ভাটা এলাকা ঘুরে ভাটার শ্রমিক ও সাধারন মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাটা গুলিতে প্রতি দিবারাতে শত শত মন কাঠ খড়ি পোড়ানো হচ্ছে । পুর্ব থেকে ভাটা মালিকেরা তাদের ভাটার অনতিদুরে নিজস্ব স্থানে কিংবা পাশর্^বর্তী স-মিলে এ কাঠ গুলো স্তুপ করে রেখেছেন । ভাটা গুলিতে নাম মাত্র যে কয়লার অস্থিত্ব থাকে দিনের বেলায় তা কিছুটা পোড়ানো হলেও রাতে বন্ধ থাকে । সন্ধার পর থেকে বিভিন্ন যানবাহনে স-মিল কিংবা বিভিন্ন স্থানে স্তুপ করে রাখা কাঠ খড়ি ভাটায় এনে সারা রাত্রী ধরে পোড়ানো হচ্ছে । এ ক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন ভাটা মালিক তাদের একই প্রতিক্রিয়ায় বলেন, অন্য সব ভাট্য়া যদি কাঠখড়ি পোড়ানো হয় তাহলে আমার ভাটায় পুড়তে সমস্যা কোথায় ?
এদিকে গত বৃহস্পতিবার ঢাকাস্থ পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( সিনিয়র সহকারী সচিব) রাজিব মাহমুদ মিঠুন এর নেতৃত্বে পীরগঞ্জের অবৈধ ইটভাটা গুলোর ৮ টিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় । জরিমানা করা হয় প্রায় ৩১ লাখ টাকা । এ পরেও অবৈধ ইট ভাটা গুলিতে ইট ভাটা গুলিতে জ¦ালানী হিসেবে কাঠ খড়ি পোড়ানো চলছেই । আর জরিমানার অর্থ পুষিয়ে নিতে ভাটার মালিকেরা বাড়িয়ে দিয়েছেন ইটের মুল্য ।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর রংপুর এর উপ-পরিচালক মেজ-বাবুল আলম এর সঙ্গে সোমবার ফোনে কথা হলে তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, জরিমানা করার পর অবৈধ ইট ভাটা গুলি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে ।