পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- ১০ ফেব্রুয়ারী বুধবার দুপুরে রংপুরের পীরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে মধ্যযুগীয় সাধক কবি কাজী হেয়াত মামুদের মৃত্যু বার্ষিকী পালনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানীর সভাপত্বিতে অনুষ্ঠিত প্রস্কুতি মুলক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান খলিল, পৌর আওয়ামী লীগের সভাপতি হাইফুজ্জামান ফুল হাজী, সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার, ঝাড়বিশলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস ছালেক সরকার, বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান, টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুল বারি, সিনিয়র সাংবাদিক সরোয়ার জাহান প্রমুখ।
উল্লেখ্য কবির জন্ম ও মৃত্যুর তারিখ কেউ বলতে না পারলেও সরকারিভাবে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছর ১৭ই ফেব্রুয়ারি কবির মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়ে আসছে। ১৬৮০ থেকে ১৭০০ খ্রিস্টাব্দে অর্থ্যাৎ সাড়ে তিনশ বছরের অধিক কাল আগে থেকে যে কোন এক সময়ে মধ্যযুগের কবি কাজী হেয়াত মামুদ রংপুরের পীরগঞ্জ উপজেলাধীন চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামে জন্মগ্রহন করেন। তার বাবার নাম কবির খাঁন, দাদা দাউদ খাঁন। কবি মধ্যযুগে ৪ খানা পুস্তক রচতা করেছিলেন। কবিতার মাধ্যমে সাধাক কবি হেয়াৎ মামুদ অমর হয়ে আছেন। অত্র এলাকায় কবি নামে একাধীক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এদিকে ঝাড় বিশলা হায়াতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস ছালেক সরকার জানান, প্রতি বছর জাকজমকপূর্ণ আয়োজনের মধ্রদিয়ে করিব মৃত্যু বার্ষিকী পালন করা হলেও এবার মহামারী করোনা ভাইরাসের কারনে সীমিত পরিসরে কবির মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শুধু মাজার জিয়ারত, কবির জীবনী ও সাহিত্য কর্ম নিয়ে আলোচনা হামদ নাত ভক্তিমূলক গান, রচনা প্রতিযোগীতার আয়োজন রাখা হচ্ছে। তিনি এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।
Real time news update
More Stories
সব মামলায় জামিনের মেয়াদ বাড়ল দুই সপ্তাহ
দেশে একদিনে ফের সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
গাইবান্ধার সাঘাটায় প্রতিপক্ষের লাঠির আঘাতে বৃদ্ধা নিহত, আহত ১০