August 2, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

মহেশপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি!

মহেশপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি!

মহেশপুরে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি!

ঝিনাইদহ-
বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে ঝিনাইদহ মহেশপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। থেমে থেকে পড়ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি। ঠান্ডা বাতাসের তোর বা ঝড়ের আশঙ্কা এখন আর নেই। একটু আগে আকাশ ঘণ কালবৈশেখীর কালোমেঘে ঢেকে গিয়েছিলো উত্তর কোণ। জনমনে প্রথম কাল বৈশেখী হানা দেবার শংকা দেখা দিয়েছিলো। ঝড়ে ধানক্ষেত,আম,লিচু, কলাক্ষেত এবয় ভুট্টাক্ষেতের ব্যাপক ক্ষাতসাধন হয়েছে। ঝিনাইদহে মহেশপুর উপজেলার বেশ কিছু এলাকায় হালকা ঝড় বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। পরে একটু বেড়ে কমে গেছে। কোথাও কোথাও শিলা বৃষ্টি ও ধূলিঝড় হয়েছে বলে জানাগেছে। এখনো ফুটি ফুটি বৃষ্টি পড়ছে। তবে অনেক স্থানে বৃষ্টির পানিতে রাস্তা ঘাট কাদাযুক্ত হয়ে পড়েছে। কালবৈশাখীর প্রথম ঝড়ে অনেক জেলার কৃষকের হালকা কলা গাছ, ভুট্টা গাছ এবং ধানের ক্ষেত ভেঙে ক্ষতিগ্রস্থ।