January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

মহেশপুর সীমান্তে এক মাসে আটক ১৫৪

মহেশপুর সীমান্তে এক মাসে আটক ১৫৪

মহেশপুর সীমান্তে এক মাসে আটক ১৫৪

ঝিনাইদহ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দালাল চক্র আবারও সক্রিয় একমাসে দালালসহ ১৫৮ জন আটক, দালালদের দ্বারা সীমান্তে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে। গত ১২ই আগস্ট হতে ১৩ই সেপ্টেম্বর পর্যন্ত অবৈধভাবে সীমান্তে পারাপারের সময় ১৫৪ জন ৫৮ বিজিবি’র হাতে আটক হয়। ভারতে যাওয়ার সময় ১২০জন এবং আসার সময় ৩৪ জন আটক হয়। এরমধ্যে ২২জন শিশু রয়েছে। এ ছাড়া অবৈধভাবে পারাপারে সহায়তাকারী ৪ জন দালালকে আটক করে। এ ছাড়া দালালদের দ্বারা নারীরা নির্যাতন হওয়ার বিষয়ে তিনি বলেন, কিছুকিছু ঘটনা দালালদের দ্বারা ঘটছে কিন্তু ভুক্তভোগী নারীরা তাৎক্ষনিকভাবে শিকার না করার কারণে দালালদের চিহিৃত করা যায় না। স্থানীয় মানবাধিকার সংস্থার একজন কর্মকর্তা বলেন, দালালরা সক্রিয় থাকলে এই সীমান্ত দিয়ে অবৈধ পারাপার বন্ধ হবে না। তিনি দালালদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।