January 19, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

মহেশপুর সীমান্তে ২ মাসে আটক ১৮৬!

মহেশপুর সীমান্তে ২ মাসে আটক ১৮৬!

মহেশপুর সীমান্তে ২ মাসে আটক ১৮৬!

ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার ব্যাপক ভাবে সহযোগিতা করছে এলাকার বেশ কিছু দালাল। যারা ধরা পড়ছে তাদের কোন বোধ পার্সপোট নাই। বিশেষ করে গত ২ মানে মহেশপুর সিমান্তে প্রায় দু,শত নারী পুরুষ আটক হয়েছে। সর্ব শেষ আটক হয়েছে বুহস্পতিবার রাতে ১৮ জন। অপরদিকে চলতি জানুয়ারি মাস থেকে বৃহস্পতিবার পর্যন্ত মহেশপুর সীমান্ত দিয়ে এ নিয়ে চলতি বছরের জানুয়ারী থেকে এ পর্যন্ত ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা যাওয়ার অভিযোগে ১৮৬ নারী, পুরুষ, শিশু এবং সহায়তাকারী ১৩ দালালকে আটক করে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার রাতে সীমান্তের শ্যমকুড় বিওপি এলকার একাশিপাড়া থেকে ১০ জন ও মাটিলা বিওপির মাটিলা থেকে তিনজন এবং মকরধ্বজপুর থেকে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের সহযোগীতা করার অভিযোগে একটি মটর চালিত নসিমনসহ মাহবুল আলম নামে এক দালালকেও আটক করা হয়। তিনি আরো জানান, সম্প্রতি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ঘটনা বেড়েছে। তবে আমরা সার্বক্ষনিক কঠোর নিরাপত্তা ব্যবস্থা রেখেছি প্রতিটি সীমান্ত এলাকায় যেন কেউ অবৈধ সুযোগ কাজে লাগাতে না পারে।