January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

মাহিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক ও সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুর সংবাদদাতা॥
শনিবার সকালে মাহিগঞ্জ প্রেস ক্লাবে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার্স ইনচার্জ শেখ রোকনুজ্জামান এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন মাহিগঞ্জ একটি ঐতিহাসিক স্থান এর সুনাম অক্ষুন্ন রাখতে হবে। সেক্ষেত্রে সমাজের সুধীজন, সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ বাহিনী আপনাদের পাশে থাকবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় সভায় উপরোক্ত অভিমত গুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহিগঞ্জ থানার পরিদর্শক শাহ আলম সরদার, বীরমুক্তিযোদ্ধা বাবু রাম কৃষ্ণ সোমানী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন চৌধুরী, ২৯ নং ওয়ার্ড জাতী পার্টির সভাপতি াাব্দুর সরহিম পাঠান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্নম সম্পাদক মোঃ ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সেলিম, সদস্য ওসমান গনি, জাতীয় পার্টির নেতা শামসুল আলম, রফিক উল্লাহ রফিক, ৩৩নং ওয়ার্ড বিশিষ্ট সমাজ সেবক ফজলুল হক মিলন, আওয়ামী লীগ নেতা মোকলেছুর রহমান, মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার পুলিশ পরিদর্শক মোঃ রফিক, সাংবাদিক আমিরুল ইসলাম রাজু, নাট্য কর্মী জাহাঙ্গীর আলম আংগুর, সমাজ সেবক বিপ্লব গোস্বামী, মিথিলা তামান্না, কাওছার জুতি সহ এলকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তরা মাহিগঞ্জের আইন শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নের জন্য সবার সহযোগিতা কামনা মকরেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাহিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকমকবুল হোসেন দুলাল।