August 5, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রংপুরে ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন

রংপুরে ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন

রংপুরে ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন

দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে রংপুরে ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয়ের উদ্বোধন হয়েছে। রবিবার(১১ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় নগরীর কাচারি বাজার সংলগ্ন রংপুর প্রধান ডাকঘরের সামনে এ কর্মসুচীর উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক শাহজালাল খন্দকার, সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এ এম এস সাদেকুর রহমান, লাইভ স্টক এক্সটেনশন অফিসার ডাঃ আনিকা তাহসিন সিমন্তি, রংপুর ডেইরী ফার্মার্স এসোসিয়েশন এর সভাপতি লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক এস এম আসিকুর রহমান, রংপুর পোল্ট্রি শিল্প মালিক সমিতির সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকনসহ প্রমূখ। এ সময় জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয়ের সিদ্ধান্তকে স্বাগত জানাই, এতে করে গ্রাহকগণ অতিসহজে হাতের কাছে ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস পাবে। ন্যায্যমূল্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয়ের বাস্তবায়নে রয়েছেন রংপুর ডেইরী ফার্মার্স এসোসিয়েশন (আরডিএফএ) / রংপুর পোল্ট্রি শিল্প মালিক সমিতি। ব্যবস্হাপনায়- জেলা প্রশাসন রংপুর এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর, রংপুর। সহযোগিতায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।