October 25, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রংপুরে যমুনা টেলিভিশনের ইউনুস রাজুর জন্য ভালোবাসার সন্ধ্যা

রংপুরে যমুনা টেলিভিশনের ইউনুস রাজুর জন্য ভালোবাসার সন্ধ্যা

রংপুরে যমুনা টেলিভিশনের ইউনুস রাজুর জন্য ভালোবাসার সন্ধ্যা

ডেস্ক: ভালোবাসার সিক্ত হলেন যমুনা টেলিভিশনের সিনিয়র যুগ্ম বার্তা সম্পাদক রংপুরের কৃতি সন্তান ইউনুস রাজু। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর আহার রেস্টেুরেন্টের কনফারেন্স রুমে ভালোবাসার সন্ধায় তার সাথে আড্ডা ও শুভেচ্ছা জানাতে অংশ নেন গণমাধ্যম কর্মীরা। উত্তরেরর আলোকিত সাংবাদিক এটিএন বাংলা এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার লেখক, কবি ও সংগঠক মাহবুবুল ইসলামের সভাপতিত্বে ইউনুস রাজুর সাথে ভালোবাসার সন্ধ্যায় যোগ দিয়ে আলোচনায় অংশ নেন বৈশাখী টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি কলামস্টি ও সংগঠক আফতাব হোসেন, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা আনছারী, রংপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি ইন্ডিপেন্ডেন্ট, বিজনেস স্ট্যান্ডার্ড ও সারাক্ষণের রংপুর বিভাগীয় প্রতিনিধি নজরুল ইসলাম রাজু, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি শফিউল করিম শফিক, সাধারণ সম্পাদক ও নিউজ২৪টেলিভিশন, নিউএজের রংপুর ব্যুরো প্রধান ও সাপ্তাহিক রংপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম মানিক, সাপ্তাহিক রংপুর সংবাদের উপদেস্টা সম্পাদক সাহানুর রহমান, এশিয়ান টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও সাপ্তাহিক জাগো রংপুরের নির্বাহী সম্পাদক বাদশাহ ওসমানি, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদ হোসেন লুসিড, সাধারণ সম্পাদক দৈনিক পরিবেশ ও উত্তরবাংলাডটকমের সিনিয়র রিপোর্টার, এফএনএস এর বিভাগীয় প্রতিনিধি মমিনুল ইসলাম রিপন, বাংলা টিভির ব্যুরো প্রধান রাফাত হোসেন বাঁধন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাংলাভিশনের ক্যামেরা জার্নালিষ্ট শাহ নওয়াজ জনি, সহ-সভাপতি নিউজ২৪ টেলিভিশনের সাদ্দাম হোসেন ডেমি, সাধারণ সম্পাদক চ্যানেল আইয়ের এহসানুল হক সুমন, দপ্তর সম্পাদক এশিয়ান টেলিভিশনের একেএম সুমন, রংপুর সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক দৈনিক আমাদের প্রতিদিনের স্টাফ রিপোর্টার হারুন অর রশিদ সোহেল, ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন আমরাই এর পাশে প্রতিষ্ঠাতা এডমিন এবং এনপিনিউজ৭১ এর সম্পাদক ও দৈনিক সাইফের স্টাফ রিপোর্টার আল আমিন সুমন, আওয়াজবিডির স্টাফ রিপোর্টার রেজওয়ানুল কবির রনি, দৈনিক প্রথম খবরের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিলন, রংপুর সংবাদের স্টাফ রিপোর্টার কবির চৌধুরী জয়সহ অন্যান্যরা। এসময় বিভিন্ন টেলিভিশন চ্যানেল, পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।স্মৃতিচারণ করতে গিয়ে যমুনার যুগ্ম বার্তা সম্পাদক ইউনুস রাজু বলেন, রংপুর শহরেই খেলাঘরের সদস্য হয়ে সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহন। দৈনিক বিজলী, যুুগের আলো, দাবানল, পরিবেশে লেখালেখি, সাংবাদিকতা করে ঢাকায় গমন। সেখানে আজকের কাগজ, সংবাদ, আমাদের সময়, এবিসি রেডিও, রেডিও টুডে হয়ে সিএসবি নিউজ, এটিএন নিউজ, একাত্তর টেলিভিশন হয়ে যমুনায় কাজ করায় তৈরি হয়েছে নানা অম্ল মধুর অভিজ্ঞতা। যা থেকে বুঝতে শিখেছি নিজের পাটাতন ঠিক করে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ায় কাজ করতে পারলে সাধারণের ভালোবাসা অর্জন সম্ভব। যার জন্য সব থেকে বড় প্রয়োজন বিনয়ী হওয়া,বড়দের শ্রদ্ধা এবং ছোটদের স্নেহের মানষিকতা নিশ্চিত করা। শেষে তিনি একটি কবিতা আবৃত্তি করে শোনান। আলোচনার ফাঁকে ফাঁকে চলতে থাকে কফির আড্ডা। ভালোবাসার অটুট বন্ধনের আয়োজনে ভালোবাসার সন্ধ্যাটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান।