June 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

রংপুরে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

রংপুরে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

রংপুরে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির অনুসন্ধান, রোজিনা ইসলামকে হেনস্থাকারী অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বেগমসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার এবং বিচারের দাবিতে আজ ২০ মে ২১ বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় নিপীড়নের বিরুদ্ধে রংপুর স্থানীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ-সমাবেশ করেছে। শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যাপক মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা আকবর হোসেন, শিক্ষক বনমালী পাল, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাংবাদিক আফতাব হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন দুলাল, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর শাখার সাধারন সম্পাদক এহসানুল হক সুমন, রিপোর্টার্স ইউনিটি রংপুর শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রীপন, প্রজন্ম একাত্তরের দেবদাস ঘোষ দেবু, এডভোকেট খায়রুল ইসলাম বাপ্পী, এডভোকেট রায়হান কবীর, শ্রমিক নেতা সালাউদ্দিন বাবু, জুবায়ের হোসেন জাহাজী, রংপুর পদাতিকের নাসির সুমন, ছাত্রনেতা ইয়াসির আরাফাত প্রমূখ।
বক্তারা, বাক স্বাধীনতা, আইনের শাসন ও গণমাধ্যম কর্মীদের পেশাগত নিরাপত্তার দাবিতে সকলকে ঐক্যকবদ্ধ হওয়ার আহবান জানান।