January 26, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ।

রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ।

রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

গতকাল সকাল ১১:৩০ টায় রংপুর প্রেসক্লাবে সামনে সারাদেশে পূজামণ্ডপে হামলা,প্রতিমা ভাঙ্গচুর,পুরোহিত হত্যা,পীরগঞ্জে হিন্দুপল্লীতে অগ্নি-সংযোগের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র ফ্রন্ট মহানগর কাউন্সিল প্রস্তুতি কমিটির সভাপতি মৌসুমী আক্তার মৌ ,সদস্য সচিব নাজমিন নাহারের পরিচালনায় সভায় বক্তব্য দেন,মহানগর শাখা সভাপতি যুগেশ ত্রিপুরা, বেরোবি শাখার সভাপতি রিনা মুরমু, উত্তম কুমার, অংকন হাশমী প্রমুখ । বক্তারা বলেন, পীরগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা , হিন্দু-পল্লীর ঘরবাড়িতে লুটপাট,মন্দির ভাংচুর সরকার দলীয় নেতাকর্মীদের আশ্রয়-প্রশয়ে হচ্ছে। বক্তারা,অবিলম্বে এই ঘৃণ্য ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।