May 14, 2021

Jagobahe24.com news portal

Real time news update

রংপুর-ঢাকা মহাসড়কে পিক আপ ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

রংপুর-ঢাকা মহাসড়কে পিক আপ ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

রংপুর-ঢাকা মহাসড়কে পিক আপ ভ্যানের ধাক্কায় ব্যবসায়ী নিহত

গাইবান্ধা ঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে পিকআপভ্যানের ধাক্কায় মিন্টু মিয়া (২০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে ধাপেরহাট তুলার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। মিন্টু মিয়া উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে ধাপেরহাটে আসছিলেন মিন্টু মিয়া। তিনি মহাসড়কে উঠতেই রংপুর থেকে বগুড়াগামী ওষুধবাহী একটি পিকআপভ্যান বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিন্টুর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রজব আলী জানান, দুর্ঘটনার পর চালক পিকআপভ্যানটি রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ পিকআপভ্যানটি থানায় নিয়ে যায়।