April 10, 2021

Jagobahe24.com news portal

Real time news update

রওশন আরা ওয়াহেদ রানীর মৃত্যুতে স্পীকারের শোক প্রকাশ

রওশন আরা ওয়াহেদ রানীর মৃত্যুতে স্পীকারের শোক প্রকাশ

রওশন আরা ওয়াহেদ রানীর মৃত্যুতে স্পীকারের শোক প্রকাশ

পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধিঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা, রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রওশন আরা ওয়াহেদ রানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পীকার রওশন আরা ওয়াহেদ রানীর রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে পীরগঞ্জের নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।
উল্লেখ্য, রওশন আরা ওয়াহেদ রানীর স্বামী রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ কানু মিয়া ছিলেন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই।