এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিপশার ইউপির ভাটিটারী গ্রামের মোঃ আমিনুল ইসলাম (৩৬) (রাজমিস্ত্রি) নামে এক শ্রমিককে পিটিয়ে আহত করেছে ভাংরী ব্যবসায়ী মোঃ টোটন মিয়া(৩৮)। এ ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৮টায় রাজারহাট সদর বাজারের রাজমহল সিনেমা হল সংলগ্ন এলাকায়। এ ঘটনায় রাজারহাট থানায় মোঃ আমিনুল ইসলামের বাবা মোঃ বাবলু মিয়া(৬৫) বাদী হয়ে ওই ভাংরী ব্যবসায়ী মোঃ টোটন মিয়া(৩৮) কে প্রধান আসামী করে মাইদুল ইসলাম(৩৮) ও এরাশাদ (৩২) নামে একটি অভিযোগ দায়ের করেছে।
অভিযাগে সুত্রে জানা যায়, রাজারহাট উপজেলার চাকিপশার ইউপির খুলিয়াতারী গ্রামের মৃত শাহবাজ খলিফার পুত্র মোঃ টোটন মিয়ার বাড়িতে দৈনিক ৩৬০টাকা মজুরিতে রাজমিস্ত্রি কাজ করে আসছিল মোঃ আমিনুল ইসলাম। রাজমিস্ত্রি কাজ চলাকালীন ভাংরী ব্যবসায়ী মোঃ টোটন মিয়ার ও মোঃ আমিনুল ইসলাম বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। শেষে রাত ৮টায় মোঃ আমিনুল ইসলাম মজুরির টাকা মোঃ টোটনের ভাংরী দোকানে চাইতে গেলে টোটন মিয়াসহ মাইদুল ইসলাম ও এরশাদ ক্ষিপ্ত হয়ে আমিনুল ইসলামকে আটক করে ভাংরীর দোকানের পিছনে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে মারধর করে। এতে আমিনুল ইসলাম গুরুতর আহত হয়। এরপর ঘটনাস্থল থেকে তারা দ্রুত পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহত অবস্থায় আমিনুল ইসলামকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে রাজারহাট থানার ওসি মোঃরাজু সরকার বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Real time news update
More Stories
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ভূষিমাল ব্যবসায়ী নিহত
মালয়েশিয়ায় ভেকু মেশিনে চাপা পড়ে কালীগঞ্জের জাহাঙ্গীর জোয়ারদারের মৃত্যু
প্রতিদিন প্রায় এক’শ মানুষকে তারা সেহরী করাচ্ছেন একদল যুবক