January 26, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রূপগঞ্জে মহিলা মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেছেন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার।

রূপগঞ্জে মহিলা মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেছেন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার।

রূপগঞ্জে মহিলা মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করেছেন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার।


লিখন রাজ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জ জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে  রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বিজয় নগর মহিলা মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করে একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থার সম্মানিত স্বেচ্ছাসেবী বোনেরা। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রিনা আক্তার, প্রধান শিক্ষক গোলাকান্দাইল মুজিবুর রহমান ভূইয়া উচ্চ বিদ্যালয়। সহ-সভাপতি সাবরিনা মাহামুদ শোভা, মার্জিয়া,নীতু,কাকলী, জুলিয়া, সানজিদা,সাথী,সহ আরো অনেকে, এসময় সহ-সভাপতি সাবরিনা মাহামুদ শোভা জানান সত্যি বলতে আমাদের সংগঠনের ভাইজানেরা যখন কোন ইভেন্ট করে আমাদের কাছে অনেক ভালো লাগে। এবার শীতবস্ত্র বিতরণ এর ইভেন্ট একেবারে ভিন্ন, মহিলা মাদ্রাসায় কমলমতি শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আমরা ধন্য। শিশুদের হাতে যখন শীতবস্ত্র দেই, তখন, তারা অনেক খুশি হয়। ইনশাআল্লাহ আগামীতে ভাইদের পাশাপাশি, আমরা ও বিভিন্ন ইভেন্টে অংশ করবো। জয় হোক মানবতার জয় হোক আমাদের সকলের প্রাণের সংগঠন একতা ব্লাড ও সমাজকল্যাণ সংস্থা।