June 14, 2021

Jagobahe24.com news portal

Real time news update

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ৩ দফা দাবীতে ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ৩ দফা দাবীতে ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ৩ দফা দাবীতে ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝিনাইদহ-
স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও ২০১৮ সালে পাশকৃত শিক্ষার্থীদের মুল সনদ প্রদাণের দাবিতে বিক্ষোভ ও সমাবেশে করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’ এর সামনে এ বিক্ষোভের আয়োজন করে ডিপ্লোমা ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন জেলা শাখার সমন্বয়ক আবু বকর সিদ্দিক, সহ-সম্পাদক আকাশ টিকাদারসহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন, এ বছরের বেশি সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে হাজার হাজার শিক্ষার্থী হতাশাগ্রস্থ। তাই দ্রুত স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পাশাপাশি সাপ্লিমেন্ট পরীক্ষার ফলাফল প্রকাশ ও সনদ প্রদাণের দাবি জানান।