January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

শুরু হয়েছে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ

শুরু হয়েছে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ

শুরু হয়েছে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ

ঝিনাইদহ-
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। জেলা মৎস্য দপ্তরের আয়োজনে শনিবার সকালে শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকার নবগঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। সেময় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুপুরে জেলা মৎস্য ভবনে সাংবাদিকদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে ঝিনাইদহে জাতীয় মৎস্য সপ্তাহের নানা কর্মসূচী সম্পকে সংবাদকর্মীদের অবহিত করা হয়। শনিবার থেকে শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।