July 27, 2021

Jagobahe24.com news portal

Real time news update

সফল উদ্যোক্তা বেলাল মুদি দোকানদার থেকে পোষাক শিল্পের মালিক

সফল উদ্যোক্তা বেলাল মুদি দোকানদার থেকে পোষাক শিল্পের মালিক

সফল উদ্যোক্তা বেলাল মুদি দোকানদার থেকে পোষাক শিল্পের মালিক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ একজন উদ্যোক্তা রবিউল ইসলাম বেলাল মুদি দোকানদার থেকে তৈরী পোষাক শিল্পের মালিক । পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের আনারুল ইসলাম প্রধানের পুত্র রবিউল ইসলাম বেলাল। ব্যক্তি জীবনে বিবাহিত ও দুই সন্তানের জনক বেলাল একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাবা-মায়ের ৪ সন্তানের মধ্যে সবার বড় হওয়ায় নিদারুন অর্থ কষ্টে বেড়ে উঠেছেন গ্রামেই। টাকার অভাবে পেরোতে পারেননি মাধ্যমিকের গন্ডি। পিতার সাথে শুরু করেন মাদারগঞ্জহাট বন্দরে মুদি দোকান ব্যবস্যা এমন সময়ে হঠাৎ করেই বসেন বিয়ের পিঁড়িতে। বিয়ের পর যেন চোখে সরশে ফুল দেখতে শুরু করেন তিনি। ভেবে পাননা কি করবেন জীবনে? চলে যান রাজধানী ঢাকা শহরে শুরু করেন ৭’শ টাকা বেতনে তৈরী পোষাক কারখানায় শ্রমিকের কাজ সেটি ২০০৩/০৪ সালের কথা। তখন থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বেলালকে সততা ও কর্মনিষ্ঠায় খুব দ্রুতই নজর কেড়ে নেন মালিক পক্ষের। খুব দ্রুতই পদোন্নতি পেয়ে হয়ে যান পোষাক শিল্পের ব্যবস্থাপক।  এক সময় মাথায় চিন্তা আসে পোষাক কারখানা স্থাপন করবেন নিজেই। গড়ে তোলেন ঢাকার বাইপাইলে সিনিয়া টেক্স নামে তৈরী পোষাক কারখানা। বর্তমানে তার কারখানায় প্রায় ৪’শ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছে।উদ্যোক্তা রবিউল ইসলাম বেলাল সাংবাদিকদের জানান- সততা ও কঠোর পরিশ্রম আজ আমাকে এখানে নিয়ে এসেছে। সবার সহযোগিতায় আমি তৈরী পোষাক কারখানা গড়ে তুলতে পেড়েছি। আমি জীবনে কখনও হতাশ হয়নি ব্যর্থ হয়েছি কিন্তু ভেঙ্গে পড়িনি চেষ্টা করেছি সফল হওয়ার।