গাইবান্ধাঃমিডিয়াতে সাইবার ক্রাইম এর গড ফাঁদার ইমরুল কায়সার নিপুন।তাকে ধরিয়ে দেবার আহবান দেশ বাসির কাছে।joyjatra.tv ডমিন নিয়ে তার হেফাজতে রেখে গত তিন বছর যাবত খেলে যাচ্ছে এবং এক্ট্রা টাকা পে করে সেটাকে হাইট করে রেখেছে।।অথচ সে কন্সাল্টেন্সী ফি বাবদ ২২ লক্ষ টাকা নিয়েছে জয়যাত্রা টেলিভিশন থেকে সব ডকুমেন্টস আছে।অফিস থেকে কেউ ফোন করলে চরম খারাপ ব্যবহার করে সেটার ডকুমেন্টস ও আছে এবং মিডিয়ার কয়েকজন এর কাছে বলেছে ইচ্ছে করেই সে ডমিন তার নিজের কাছে রেখেছে নিলামে উঠাবে বলে।দেশে কি প্রশাসন নেই?সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এর কাছে অনুরোধ মামিলার নাম্বার তদারকি করে তার ও তার গ্রুপের বিরুদ্ধে সঠিক বিচার করার জন্য।
Real time news update
More Stories
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ভূষিমাল ব্যবসায়ী নিহত
মালয়েশিয়ায় ভেকু মেশিনে চাপা পড়ে কালীগঞ্জের জাহাঙ্গীর জোয়ারদারের মৃত্যু
প্রতিদিন প্রায় এক’শ মানুষকে তারা সেহরী করাচ্ছেন একদল যুবক