June 18, 2021

Jagobahe24.com news portal

Real time news update

সাঘাটায় ধান ভেজানো চাড়ির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাঘাটায় ধান ভেজানো চাড়ির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাঘাটায় ধান ভেজানো চাড়ির পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধা ঃ গাইবান্ধার সাঘাটা পশ্চিম পবনতাইড় গ্রামের মমিন নামের এক বছর বয়সী এক শিশু আঙ্গিনায় খেলতে গিয়ে ধান ভেজানোর কাজে ব্যবহার করা চাড়ির পরিত্যক্ত পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে ওই এলাকার আমিরুল ইসলামের পুত্র। ৩০মে রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর মা জানায়, আমি একজন ভ্যানচালকের স্ত্রী। চার সন্তান নিয়ে অতিকষ্টে অন্যর বাড়িতে বিভিন্ন কাজ করে থাকি। ঘটনার কিছুক্ষন আগে আমার শিশু ছেলেটি আঙ্গিনার মাঝে কিছু গ্রামীন খেলনা হাতে খেলতে দিয়ে সন্তানের মুখে একমুঠো ভাতের জন্য বাড়ির পাশে অন্যর ধানমাড়াই কাজে যাই।কাজ শেষে বাড়ির আঙ্গিনায় এসে শিশুটি কোথায় জিজ্ঞেস করলে পরিবারের বাকি সদস্যরা জানাই শিশু মমিনতো আঙ্গিনায় নাই ।পরে পরিবারের লোকজন শিশুটিকে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে চাড়ির পরিত্যক্ত পানি থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।