গাইবান্ধাঃগাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ভটভটির ধাক্কায় মোটরসাইকেল মেকার গুরুতর আহত হন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪ টার দিকে সে মারা যায়।২৮ ডিসেম্বর সোমবার রাতে এ ঘটনাটি ঘটে।নিহত হলেন নিজপাড়া গ্রামের লুলু মেম্বারের ছেলে মিলন (৩০)।
জানা যায়, গতকাল রাতে ধাপের হাট আখক্রয় কেন্দ্র সংলগ্ন তার মটর সাইকেল পাটর্সের দোকান বন্ধ করে মটরসাইকেল নিয়ে বাড়ী যাবার পথে আমবাগান কলমের বটগাছ নামক স্হানে পৌছিলে একটি আলো নিহীন ভটভটি তাকে ধাক্কা দিলে মিলন গুরুতর আহত হয়, পরে তাকে পীরগন্জ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৪ টার দিকে সে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন ধাপের হাট ফারি থানা পুলিশ।
Real time news update
More Stories
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গাইবান্ধা সদর হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু
গাবতলীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদের শুভ উদ্বোধন করলেন তারেক রহমান