January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধা ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গাইবান্ধার এসকেএস-ইনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও এসকেএস ফাউন্ডেশন যৌথভাবে এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এসকেএস ফাউন্ডেশনের পরিচালক (ডেভলপমেন্ট ও প্রোগ্রামস) সাইফুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নেন শিক্ষার্থী সাবরিনা আক্তার সূচনা ও রেডিও সারাবেলার মো. আবু সাঈদ। অনুষ্ঠানটির প্রাণবন্ত্র সঞ্চালনায় ছিলেন এসকেএস এর সমন্বয়কারী (পাবলিক রিলেশনস) আশরাফুল আলম। এই আলোচনা সভায় এসকেএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।