July 27, 2021

Jagobahe24.com news portal

Real time news update

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রংপুরের ৪ সড়কে আলপনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রংপুরের ৪ সড়কে আলপনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রংপুরের ৪ সড়কে আলপনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রঙিন হবে রংপুর- প্রতিপাদ্যকে ধারণ করে গুরুত্বপূর্ণ চারটি সড়কে আঁকা হয়েছে আলপনা। রংপুর জেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করেছে।

বুধবার দুপুর থেকে নগরীর বঙ্গবন্ধু সড়ক, কালেক্টরেট সুরভী উদ্যান সড়ক, টাউন হল চত্বর সড়ক ও স্টেডিয়াম সড়কে রং-তুলি হাতে একযোগে আলপনা আঁকা শুরু করেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘উই ফর দেম’র শতাধিক চারুশিল্পী ও সদস্য। এ কর্মযজ্ঞ চলে রাত পর্যন্ত।

‘উই ফর দেম’র প্রতিষ্ঠাতা জীবন ঘোষ বলেন, আলপনা আঁকার জন্য নির্ধারণ করা চার সড়কের সঙ্গে আমাদের আন্দোলনের ইতিহাস রয়েছে। নতুন প্রজন্মের উদ্দেশ্যে আমরা আলপনার রঙে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ফুটিয়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আলপনা উৎসব করা হচ্ছে। গুরুত্বপূর্ণ চারটি সড়কে ১২০ ফুট দৈর্ঘ ও ১৫ ফুট প্রস্থের আলপনা আঁকা হচ্ছে।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রংপুরকে রঙিন করে সাজাতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আলপনা উৎসবের সার্বিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। এই উৎসব রংপুরের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেবে।