January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

স্লোগান ধরো সবে অধিকার চাই-আসাদ উল্লাহ

স্লোগান ধরো সবে অধিকার চাই-আসাদ উল্লাহ

স্লোগান ধরো সবে অধিকার চাই-আসাদ উল্লাহ

চল্ চল্ চল্ সবে চলো সবে ভাই,
জীবন বাঁচাতে অধিকার চাই।
বিলাসিতা নহে চাই নাই সুখ পাপড়,
লজ্জা বাঁচাতে চাই এক চিলে কাপড়।
যেখানে জীবন শুধু কঠোর কঠিন,
গরিবের আশাটুকু হয় যে বিলীন।
কামার-কুমার বলে যার হেলা করে,
শ্রমিকের ধনে যারা নিজ ঘর ভরে।
অসহায় বলে যারা ধোঁকা দিয়ে চায়,
গরিবের হক যারা চুষে চুষে খায়।
মৌলিক অধিকার যেথা হাহাকার,
চল্ ছুটে নিজ হাতে করবো বিচার।
জীবনের পদে পদে যারা করে ঘাত,
চল্ ছুটে চল্ সবে ভাঙ্গিব সে হাত।
দুঃখ দেখে যারা হাসে যারা ভাবে ধুল,
করাঘাত হবে আজই হবে যে তুমুল।
অসহায় ভেবে যারা করে শুধু হেলা,
শোষণের গ্রাসে চুষে করে যারা খেলা।
ঝোপ বুঝে কোপ মেরে যারা লুটে নেয়,
সোনা নিয়ে কাঁচ যারা হাতে তুরে নেয়,
ভেদাভেদ যারা করে ঘটায় নগরের বিবাদ,
সুন্দর ধরা মাঝে লাগায় ফ্যাসাদ।
বাড়ি-গাড়ি, ধন কাড়ি নাহি চাহিবার,
একমুঠো ভাত চাই শুধু বাঁচিবার।
কামার-কুমার তাঁতি ওরে কৃষক ভাই,
স্লোগান ধরো সবে অধিকার চাই।