ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডতে পানিতে ডুবে মারা গেছে তৌফিক নামে ১৮ মাস বয়সের এক শিশু। নিহত তৌফিক উপজেলার কুল্লাগাছা গ্রামের লিটন মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পিছনে একটি ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, নিহত ওই শিশুটির মা সকালে রান্না করছিলেন। সেসময় শিশুটি মায়ের পাশেই খেলছিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির ভাসমান মরদেহ পাওয়া যায়। হরিণাকুন্ডু থানার ওসি আবদুর রহিম মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Real time news update
More Stories
ঝিনাইদহে মুক্তিপণ দাবি কারী সন্ত্রাসী গ্রুপের প্রধানসহ ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬
ঠাকুরগাঁও সরকারি কলেজ বেতার শ্রোতাক্লাবের নতুন কমিটি গঠন
কিশোরগঞ্জে পাট চাষীদের নামে বরাদ্দকৃত পাট বীজ ও সার আত্নসাৎ ভূয়া মাষ্টারোল জাল স্বাক্ষরের অভিযোগ