ঝিনাইদহঃ
শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা আয়োজনে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পালিত হয়েছে বিপ্লবী বাঘা যতীনের জন্মবার্ষিকী। ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সশস্ত্র যুগান্তর দলের প্রধান বিপ্লবী বীর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) এর ১৪০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে উপজেলার রিশখালী গ্রামে তার পৈত্রিক ভিটা প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী এই বীরের স্মৃতি রক্ষার্থে গঠিত সংগঠন ‘বাঘা যতীন একাডেমি‘। পরে এ উপলক্ষে এক স্মৃতিচারণমূলক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিপ্লবী বাঘা যতীন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। তিনি বলেন, উপমহাদেশের বিপ্লবী এই বীরের বীরত্মের ইতিহাসের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া এবং তার স্মৃতি রক্ষার্থে অ্যাকাডেমিক ভবন নির্মাণসহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, ওই একাডেমির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমূখ বক্তব্য দেন।
Real time news update
More Stories
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালীন মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় ৪ জন আটক
সৌন্দর্যের প্রতীক ছোট্ট স্নিগ্ধ সবুজ গ্রাম ঝিনাইদহের শৈলকুপার শ্রীরামপুর
শৈলকুপায় ৪০ ইঞ্চি বর ও ৪২ ইঞ্চি কনের বিয়ে