January 22, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

হরিণাকুন্ডুতে বিপ্লবী বাঘা যতীনের ১৪০ তম জন্মবার্ষিকী পালিত

হরিণাকুন্ডুতে বিপ্লবী বাঘা যতীনের ১৪০ তম জন্মবার্ষিকী পালিত

হরিণাকুন্ডুতে বিপ্লবী বাঘা যতীনের ১৪০ তম জন্মবার্ষিকী পালিত

ঝিনাইদহঃ
শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ নানা আয়োজনে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পালিত হয়েছে বিপ্লবী বাঘা যতীনের জন্মবার্ষিকী। ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সশস্ত্র যুগান্তর দলের প্রধান বিপ্লবী বীর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) এর ১৪০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে উপজেলার রিশখালী গ্রামে তার পৈত্রিক ভিটা প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করে বিপ্লবী এই বীরের স্মৃতি রক্ষার্থে গঠিত সংগঠন ‘বাঘা যতীন একাডেমি‘। পরে এ উপলক্ষে এক স্মৃতিচারণমূলক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন বিপ্লবী বাঘা যতীন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। তিনি বলেন, উপমহাদেশের বিপ্লবী এই বীরের বীরত্মের ইতিহাসের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়া এবং তার স্মৃতি রক্ষার্থে অ্যাকাডেমিক ভবন নির্মাণসহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, ওই একাডেমির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমূখ বক্তব্য দেন।