October 20, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

হরিপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

হরিপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

হরিপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

জে, ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে মানসুরুল আলী (৬০) নামের এক ব্যক্তির গলায় ফাঁস অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ ।
মঙ্গলবার (২৫ মে) সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের পুতলা পুকুর নামক স্থানে জনৈক ব‍্যক্তির একটি আমগাছ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মানসুরুল হরিপুর উপজেলার খোড়লা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আওরঙ্গজেব লাশ উদ্ধারের বিষয়টি সত‍্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার পুতলা পুকুর নামক স্থান থেকে একটি গাছের সঙ্গে গলায় ফাস লাগা ঝুলন্ত অবস্থায় মানসুরুল নামে এক ব‍্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে হরিপুর থানা একটি ইউডি মামলা দায়ের হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।