October 24, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

হরিপুরে মহান বিজয় দিবস পালিত

হরিপুরে মহান বিজয় দিবস পালিত

হরিপুরে মহান বিজয় দিবস পালিত

জে.ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
মহান ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬টা ৩০মিনিটে ৩১ তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
এরপর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, উপজেলা নিবার্হী অফিসার আব্দুল করিম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব, অধ্যক্ষ সৈইদুর রহমান, জেলা সদস্য জামাল উদ্দীনসহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারি হরিপুর কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন এবং শহীদদের আত্মর শান্তি কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্নাঢ্য কর্মসূচী পালন করা হয়। তবে করোনা মহামারির জন্য এবারের সব আয়োজন কিছুটা নিয়ন্ত্রিত। অপরদিকে আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।