January 28, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

হরিপুরে মাস্ক না পরায় জরিমানা

হরিপুরে মাস্ক না পরায় জরিমানা

হরিপুরে মাস্ক না পরায় জরিমানা

জে.ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সরকারের দেয়া নিদের্শনা অমান্য করে মাস্ক না পরার পাশাপাশি সামাজিক দূরত্ব না মানায় ২জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ৩০ (নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, মাস্ক ব্যবহার, করোনা সচেতনতা বৃদ্ধিতে বিজিবি ও পুলিশ র্ফোস সহযোগে টাস্কর্ফোস পরিচালনা করা হয়। টাস্কর্ফোসটি পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম।
এসময় জনসাধারণদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং এর পাশাপাশি মাস্ক ব্যবহার না করার অপরাধে ২টি মামলায় ২জন ব্যক্তিকে অর্থদন্ড আদায় করা হয়।
হরিপুর উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল করিম জানান, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।