April 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

কালীগঞ্জে গাছ থেকে পড়ে কৃষক নিহত

কালীগঞ্জে গাছ থেকে পড়ে কৃষক নিহত

হরিপুর সীমান্তে বিএসএফ ‘র গুলিতে নিহত – ২

জে, ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- জেলার হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বিএসএফের গুলিতে ১জন বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে। স্হানীয় সুত্রে জানা যায় যে, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৩নং বকুয়া ইউনিয়ন ভূক্ত ১ নং ওয়ার্ডের মানিকখাড়ী গ্রামের বাসিন্দা মৃত ভাকু মোহাঃ এর ২য় পুত্র মোঃ নাজির হোসেন (২৬) সহ কয়েক জন গরু ব্যবসীর একটি দল আজ ভোর আনুমানিক ৫টার সময় বাংলাদেশ ভারতীয় ৩৬৭ নং মেইন পিলার এলাকা দিয়ে গরু আনার জন্য ভারত অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় ১৪৬ নং ব্যাটালিয়ান ভূক্ত কোয়ালিঘর ক্যাম্পের বিএসএফ তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়লে নাজির হোসেন গুরুতর আহত হয়। আহত নাজির হোসেনকে তাঁর সঙ্গীরা বাংলাদেশ অভ্যন্তরে নিয়ে এসে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। অপরদিকে বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী গ্রামের মোঃ আব্দুল মজিদ এর পুত্র মোঃ রবিউল ইসলাম বিএসএফের গুলিতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির কোমান্ডিং অফিসার লে.ক মোঃশহিদুল ইসলাম জানান তিনি বিষয়টি জেনেছেন।