October 21, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

হস্তান্তরের আগেই ভেঙ্গে গেল ব্রীজ!

হস্তান্তরের আগেই ভেঙ্গে গেল ব্রীজ!

হস্তান্তরের আগেই ভেঙ্গে গেল ব্রীজ!

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজ হস্তান্তরের আগেই ফাঁটল ও ভাঙ্গন দেখা দিয়েছে। উপজেলা ত্রাণ ও পূণর্বাসন অধিদপ্তরের অর্ধীনে উপজেলার ধুলগাড়ী গ্রামে ব্রীজটি নির্মান হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র ও এলাকাবাসীরা জানায়, ২০১৯-২০২০ অর্থবছরে উপজেলার রায়পুর ইউনিয়নের ধুলগাড়ী গ্রামে ত্রাণ ও পূণর্বাসন অধিদপ্তরের অধীনে মেসার্স তাজুল কন্সট্রাকশন একটি ব্রীজ নির্মান করে। ৩১ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রীজের দৈর্ঘ্য ৩৮ ফুট এবং প্রস্ত ১৪ ফুট। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী অভিযোগে জানায়, শুরু থেকেই ব্রীজটি নির্মানে নিম্নমানের কাজ করে। এ ব্যাপারে অভিযোগ করলেও তদারকি কর্মকর্তা ও ঠিকাদার বিষয়টি আমলে নেননি। ব্রীজটির নীচে ভিত্তির উপরে ৪ ইঞ্চি উচ্চতার একটি ঢালাই দেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। অপরদিকে ঠিকাদারী প্রতিষ্ঠানটি ব্রীজটি নির্মানের পর নদীর দু’পাড়ের মাটি কেটে সংযোগ সড়ক নির্মান করে। নিম্নমানের কাজ হওয়ায় ব্রীজের উইং ওয়াল ভেঙ্গে গেছে। এ ছাড়াও এবাটমেন্ট (ব্রীজের পাশ) ও গার্ডারও ফেঁটে গেছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপ্রাইটরকে একাধিকবার মোবাইলে ফোন করলেও তিনি রিসিভ করেননি। উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, স্ক্যাব্যাডার দিয়ে ব্রীজের নীচ থেকে মাটি তুলতে গিয়ে ব্রীজটি ভেঙ্গে এবং ফেঁটে গেছে। আমরা তা ঠিক করে নেব।