ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলান স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দীন, দিনাজপুর ৪২-বিজিবি’র সেক্টরের মেডিকেল অফিসার লেঃ কর্ণেল সাইফুল ইসলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জ রায় চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, পৌরসভার মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা খয়ের বাড়ী ইউপি চেয়ারম্যান আবু তাহের মন্ডল, বেতদীঘি ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, আলাদীপুর ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, কাজিহাল ইউপি চেয়ারম্যনা মানিক রতন।
টিকা দানের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা কর্মচারী, নার্স, ডাক্তার ও ফুলবাড়ী প্রেস ক্লাব ও ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে ফুলবাড়ী ২৯ বিজিবি’র ১৫ জন সৈনিক ও কৃষককে কোভিড-১৯ এর টিকা প্রদান করেন। প্রথম টিকা প্রদান করা হয় ২৯-বিজিবি’র প্রধান সহকারী উত্তম কুমার শিং কে। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
Real time news update
More Stories
পার্বতীপুরে সাড়া জাগিয়েছে ভ্রাম্যমান মাস্ক বিতরণ
পীরগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ০১, সুস্থ ৩
ঝিনাইদহে করোনার দ্বিতীয় ডোজের টিকা প্রদাণ শুরু