January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

রংপুর বিভাগের জেলায় জেলায় আইসিইউ স্থাপনে প্রদক্ষেপ নেয়া হচ্ছে-স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক

রংপুর বিভাগের জেলায় জেলায় আইসিইউ স্থাপনে প্রদক্ষেপ নেয়া হচ্ছে-স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক

রংপুর বিভাগের জেলায় জেলায় আইসিইউ স্থাপনে প্রদক্ষেপ নেয়া হচ্ছে-স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক

জসীম উদ্দিন ইতিঠাকুরগাঁও প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন রংপুর বিভাগের জেলায় জেলায় আইসিইউ স্থাপনে প্রদক্ষেপ নেয়া হচ্ছে। আইসিইউ চালাতে জনবলের প্রয়োজন রয়েছে। মাননীয় প্রধাণমন্ত্রী ইতোমধ্যে বিশেষ অনুশাসনের মাধ্যমে ৪শ ৯জন এনেসথেসিয়া লজিস্ট নিয়োগ দিয়েছেন। আমরা চেস্টা করছি রংপুর বিভাগে বাস্তবায়ন করা। এছাড়া রংপুর বিভাগের জেলায় জেলায় হাসপাতালগুলো কি কি সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি। তিনি আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল পরির্দশন করতে এসে এসব কথা বলেন। এসময় সিভিল সার্জন ডাঃ মোঃ মাহফুজার রহমান, তত্বাবধায়ক ডাঃ নাদিরুল আজিজ, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ রকিবুল আলমসহ হাসপাতালের উর্ধতণ কর্মকর্তগণ উপস্থিত ছিলেন। এর আগে তিনি রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার হাসপাতাল পরিদর্শন করেন বলে জানান স্বাস্থ্য বিভাগ।