April 10, 2021

Jagobahe24.com news portal

Real time news update

হাজারীবাগে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

হাজারীবাগে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

হাজারীবাগে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন

মোহাম্মদ রুবায়েতঃ আয় আয় সোনামণি টিকা নিয়ে যা প্রতিপাদ্য কে সামনে রেখে ১২ ডিসেম্বর ২০২০ ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসে সডেলিভারী প্রকল্প-২য়পর্যায় (ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায়), ডিএসসিসি, পার্টনারশিপ এরিয়া-৩,নগরমাতৃসদন, হাজারীবাগে হামরুবেলা ক্যাম্পইন এর শুভ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শরীফ আহমেদ। সম্প্রসারিত টিকা দান কর্মসূচি (ইপিআই) দেশব্যাপী ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুদের হাম-রুবেলাটিকা প্রদান করবেন ১২ ডিসেম্বর ২০২০ থেকে ২৪ জানুয়ারী ২০২০ পর্যন্ত। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. মীর মোস্তাফিজুর রহমান,উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডা. সানজিদা ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডা. আবু সাদত মোঃ সালেহ, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, অঞ্চল-৩, ঢাকা দক্ষিণ সিটিকর্পোরেশন, ডা. শারমিন দৌলা, ইপি আই কনসালটেন্ট ইউনিসেফ ,ডা. মহিবুল কাশেম, সার্ভিল্যান্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার, ডা. জিবা শিষ চাকমা, সার্ভিল্যান্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার ও ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায়, ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায়, ডিএসসিসি, পিএ-৩ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া, উদ্বোধন অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়|