সারাদেশ

গোবিন্দগঞ্জে চোরাবালিতে ডুবে যাওয়া কিশোরকে জীবিত উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের পাইলিংয়ের কাদাপানির চোরাবালিতে ডুবে যাওয়া এক কিশোর জীবিত উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত কিশোর হলেন,পৌর এলাকার বোয়ালিয়া গ্রামের সুকুমার বিশ্বাসের ছেলে। অপূর্ব বিশ্বাসকে (১৬)।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে খেলতে গিয়ে হঠাৎ চোরাবালিতে ডুবে গেলে বিকাল ৩টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের ওই স্টেডিয়ামের গর্ত থেকে তাকে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিউদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আতিকুল ইসলাম জানান, ওই কিশোর নির্মাণাধীন স্টেডিয়ামের পাইলিংয়ের গর্তে থাকা কাদাপানি ভরা চোরাবালিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। এ সময় গর্তের ভেতরের কাদামাটি কোদাল দিয়ে সরিয়ে তাকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments