January 28, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

আইপিএল স্থগিত

আইপিএল স্থগিত

আইপিএল স্থগিত

করোনার থাবায় শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসের কারণে ভারতের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক। এর মাঝেও অনেকটা চ্যালেঞ্জ নিয়েই আয়োজিত হচ্ছিল আইপিএল। তবে সোমবার দুটি ফ্র্যাঞ্চাইজির (কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস) কয়েকজন করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই আইপিএল বন্ধের দাবি ওঠে। 

এমতাবস্থায় সোমবারই দিল্লির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সবাইকে আইসোলেশনে যেতে বলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ গত ২৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে ম্যাচ খেলেছে তারা। নিয়ম মেনে আইসোলেশনে আছে পুরো দিল্লি স্কোয়াড। 

এ বিষয়ে দিল্লির এক কর্মকর্তা বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সের শেষ প্রতিপক্ষ ছিলাম আমরা। এ কারণে বিসিসিআই থেকে আমাদের কোয়ারেন্টাইনে যেতে বলা হয়েছে। এছাড়া আমাদের সবাইকে আইসোলেশনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে। ফলে আমরা সবাই এখন আমাদের রুমে আছি।’

কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তা অবশ্য এখনো জানানো হয়নি। এর ফলে মঙ্গলবার (৪ মে) মোতেরায় নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লি অনুশীলন করতে পারবে কি না তা নিশ্চিত নয়। সেই কর্মকর্তা এ বিষয়ে বলেন, ‘অনুশীলন সেশন চলবে কি না তা নিয়ে আমাদের কোনো কিছু জানানো হয়নি।’

এদিকে সানরাইজার্স হায়দরাবাদের হৃদ্ধিমান সাহা মঙ্গলবার কোভিড পজিটিভ হন। এরপরই তড়িঘড়ি করে টুর্নামেন্ট স্থগিতের বিষয়টি জানিয়েছে বিসিসিআই। কবে থেকে আবার পুনরায় সব শুরু হবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি