January 19, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

গাবতলীর কাগইল-পীরপাড়া’য় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাবতলীর কাগইল-পীরপাড়া’য় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাবতলীর কাগইল-পীরপাড়া’য় ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

আল আমিন মন্ডল (বগুড়া প্রতিনিধি)ঃ গতকাল শুক্রবার বিকালে বগুড়ার গাবতলী কাগইল-পীরপাড়া খেলা মাঠে পীরপাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে চুড়ান্ত ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কাগইল হাইস্কুলের সাবেক সভাপতি ও কাগইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ মোল্লা। ৭নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী ফজলুল হক ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতাউর রহমান ফটু’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন কাগইল ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মোরশেদ আল আমিন লেমন, লাহিড়ীপাড়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আজহারুল হান্নান রিপু, শিক্ষক মাকছুমুল হাকিম রিপু ও জাহিদুর রহমান। অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক ছিলেন কাগইল ইউপির ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম। বরেণ্য অতিথি ছিলেন আ’লীগ নেতা আব্দুল বাছেদ, যুবলীগ নেতা মাহফুজুল হক সুইট, সমাজসেবক এনামুল হক ফুলু, শহিদুল ইসলাম, দুলাল করিম, আজিজুল হক স্বপন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আমজাদ হোসেন, ইউপি সদস্য পদপ্রার্থী জহুরুল ইসলাম, মিজানুর রহমান মিজু, আনছার আলী ভোলা, মিলন মিয়া, বাবু নিশি চন্দ্র, শাহ আলম, বাবলু মিয়া, আব্দুল হান্নান, সমাজসেবক কৃষ্ণ কুমার, জাহাঙ্গীর আলম, আলেক উদ্দিন, ওবায়দুর রহমান রতন, এরশাদুল হক, নুরুল ইসলাম, আসাদুজ্জামান নুর রাকু, রফিকুল ইসলাম, শাহীন মিয়া। সহযোগিতায় ছিলেন শাহ আলম, আপেল মাহমুদ, জামিল আহম্মেদ জয় ও আবু মুসা প্রমূখ। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদলের হাতে পুরস্কার তুলে দেন।