January 16, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জের পীরেরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জের পীরেরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জের পীরেরহাটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর): রংপুরের পীরগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের পীরেরহাট রহমানিয়া ফাযিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ওই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান শাহ। এ সময়, ওয়র্ড আওয়ামীলীগের সভাপতি- ফজলুল করিম, সাধারণ সম্পাদক নুরুন্নবী মিয়া সুরুজ, সমাজ সেবক হাফিজুর রহমানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগ ও সুশিল সমাজের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় ক্রীড়ামোদীগণ উপস্থিত ছিলেন। গত ০৫ জানুয়ারী পীরেরহাট বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব আয়োজিত ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয় । স্থানীয় ৮টি ফুটবল টিম ওই টুর্নামেন্টে অংশ গ্রহন করে । টুর্নামেন্টে স্বাগতকি পীরেরহাট বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ও শাল্টি তরুণ সংঘ ফাইনাল খেলার গৌরব অর্জন করে । গতকাল শুক্রবার ওই দু’ফাইনালিষ্ট টিমের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । উভয় দল ১-১ গোলে ড্র করলে টুর্নামেন্টের নিয়ম অনুয়ায়ী খেলা টাইব্রেকারে গড়ায়। এতে শাল্টি তুরণ সংঘ জয়লাভ করে । শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ।