July 29, 2021

Jagobahe24.com news portal

Real time news update

পীরগ‌ঞ্জের শা‌নেরহা‌টে বঙ্গবন্ধু ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত

পীরগ‌ঞ্জের শা‌নেরহা‌টে বঙ্গবন্ধু ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত

পীরগ‌ঞ্জের শা‌নেরহা‌টে বঙ্গবন্ধু ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধিঃ রংপু‌রের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নে মু‌জিব জন্মশত বর্ষ উপল‌ক্ষে বঙ্গবন্ধু ফুটবল টুর্না‌মে‌ন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
জানা‌ গে‌ছে খোলাহাটি গ্রামের ভোরের আলো স্পোর্টিং ক্লাব বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট এর আ‌য়োজন ক‌রে। টুর্না‌মে‌ন্টের পৃষ্ঠ‌পোশকতা ক‌রেন সরকা‌রি শাহ্ আব্দুর রউক ক‌লে‌জের আই‌সি‌টি বিভা‌গের সহকারী অধ‌্যাপক জাহিদুল ইসলাম রুবেল। খেলায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পীরগঞ্জ উপ‌জেলা আ’লী‌গের সহ সভাপ‌তি ও পীরগঞ্জ সদর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলহাজ্ব নুরুল ইসলাম ময়না মাষ্টার। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন পীরগঞ্জ উপ‌জেলা আ’লী‌গের উপ‌দেষ্টা ও শা‌নেরহাট ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান জন‌নেতা মোঃ মেছবাহুর রহমান, শানের হাট ফুটবল একাদশের সা‌বেক ফুটবলার নজরুল ইসলাম চৌধুরী আলো , শানেরহাট ইউনিয়ন আ’লী‌গের সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, শাহ্ আব্দুর রউফ ক‌লেজ ছাত্র সংস‌দের সা‌বেক এ‌জি এস হা‌ফিজ আব্দুন নুর সো‌হেল, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সদস‌্য স‌চিব নজরুল সর্দার, ওয়ার্ড আ’লী‌গের সভাপ‌তি মোসলেম শেখ, সম্পাদক কাজী হাবিব।
সভাপ‌তিত্ব করেন শা‌নেরহাট যুব বিদ‌্যুৎ ক্লা‌বের সাধারন সম্পাদক মহ‌‌সিন আলী মন্ডল। খেলায় স্বাগ‌তিক দল ভো‌রের আ‌লো স্পো‌টিং ক্লাব‌কে ১-০‌ গো‌লের ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে পীরগাছা উপ‌জেলার সৈয়দপুর ফুটবল একাদশ চ‌্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন ক‌রে।