January 21, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

৯ বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি

৯ বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি

৯ বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি

একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনে গৃহীত নয়টি বিলে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার তথ্য বিবরণীতে বলা হয় রাষ্ট্রপতি এ নয়টি বিলের অনুমোদন দিয়েছেন।

বিলগুলো হচ্ছে- লিডার অব দি অপোজিশন অ্যান্ড ডেপুটি লিডার (রিম্যুনের‌্যাশন অ্যান্ড প্রিভিলেজেস) বিল, ২০২১; স্পেশাল সিকিউরিটি ফোর্সেস বিল, ২০২১; বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (সংশোধন) বিল, ২০২১; বাংলাদেশ ট্যুর অপারেটর্স অ্যান্ড ট্যুর গাইডস (রিম্যুনের‌্যাশন অ্যান্ড প্রিভিলেজেস) বিল, ২০২১; ব্যাংকার্স এভিডেন্স বিল, ২০২১; হাইওয়ে বিল, ২০২১; টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস (সংশোধন) বিল, ২০২১; বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস (রিম্যুনের‌্যাশন অ্যান্ড প্রিভিলেজেস) বিল, ২০২১ এবং জাজেজ অব দি সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (ট্রাভেল অ্যালাউন্স) বিল, ২০২১।