June 24, 2021

Jagobahe24.com news portal

Real time news update

খুলনা বিভাগে চলছে করোনায় মৃত্যুর মিছিল

খুলনা বিভাগে চলছে করোনায় মৃত্যুর মিছিল

করোনায় দেশে আজ ৯১ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৫৮৮ জনে।

একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৫৯ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এর আগে গতকাল সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১২ জনের মৃত্যু হয়। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।