August 4, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

করোনা পরীক্ষায় টাকা লাগবে না গরিবদের

করোনা পরীক্ষায় টাকা লাগবে না গরিবদের

করোনা পরীক্ষায় টাকা লাগবে না গরিবদের

সারাদেশে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জুলাই মাসে সরকারি প্রতিষ্ঠানে গরিব মানুষের কোভিড-১৯ নমুনা পরীক্ষা বিনামূল্যে করা হবে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষার ফি প্রদান করে দরিদ্র জনগোষ্ঠীর একই পরিবারের একাধিক সদস্যের করোনা শনাক্তকরণ পরীক্ষা কষ্টকর হয়ে যাচ্ছে।

এ অবস্থায় দেশের দরিদ্র জনগণের করোনার নমুনা পরীক্ষা শুধুমাত্র জুলাই মাসের জন্য বিনামূল্যে করার বিষয়ে সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হলো।