June 15, 2021

Jagobahe24.com news portal

Real time news update

খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে আজ সিদ্ধান্ত হচ্ছে না

খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার

খালেদার বিদেশে চিকিৎসার বিষয়ে আজ সিদ্ধান্ত হচ্ছে না

দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত জানানো হচ্ছে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে নিজের ব্যক্তিগত কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার ফাইল আমার হাতে এসে পৌঁছেছে। তার দণ্ডাদেশ স্থগিত হয়েছে ৪০১ ধারায়। ফাইল পুরো দেখিনি। ‘গুরুত্ব বিবেচনা করে’ যত দ্রুত সম্ভব মতামত জানানো হবে। তবে সেটা আজ আর সম্ভব হবে না, আজ সব বন্ধ হয়ে গেছে।

এর আগে, গতকাল বুধবার রাতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্যে বিদেশে নেয়ার অনুমতি চেয়ে করা তার পরিবারের আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পৌঁছে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন।