June 15, 2021

Jagobahe24.com news portal

Real time news update

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৩৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৪০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো ৪০ জনের মৃত্যু। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৯৮৯ জনে।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বুধবার তার আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৩৬ জনের মৃত্যু হয়। তখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১২ হাজার ৯৪৯ জনে। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন দুই হাজার ৫৩৭ জন। তখন মোট করোনায় আক্রন্তের সংখ্যা দাঁড়ায় ৮ লাখ ১৭ হাজার ৮১৯ জনে। সে হিসেবে আজ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত বেড়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।