October 18, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

সময়োপযোগী, সাহসী ও বাস্তবায়নযোগ্য বাজেট দিয়েছে সরকার

সময়োপযোগী, সাহসী ও বাস্তবায়নযোগ্য বাজেট দিয়েছে সরকার

চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট সংসদে পাস

চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকার সম্পূরক বাজেট সংসদে পাস হয়েছে। যেসব মন্ত্রণালয় বা বিভাগ তাদের মূল বরাদ্দের থেকে অতিরিক্ত খরচ করেছে, সেটার অনুমোদন নিতেই এই বাজেট পাস হয়। 

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০২১’ সোমবার সংসদে উত্থাপন করলে তা কণ্ঠ-ভোটে পাস হয়।

এর আগে, সরকারি, বিরোধী দল ও বিএনপির বেশ কয়েকজন এমপি গত দুই দিন সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন।

চলতি অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয়/বিভাগের অনুকূলে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল। সংশোধিত বাজেটে ১৯টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ৪৩টি মন্ত্রণালয়/বিভাগের বরাদ্দ ৪২ হাজার ৪৮১ কোটি ৮৭ লাখ টাকা হ্রাস পেয়েছে।

সার্বিকভাবে ২৯ হাজার ১৭ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত নিট বরাদ্দ দাঁড়িয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটি টাকা।

সম্পূরক বাজেটে স্থানীয় সরকার বিভাগ সর্বোচ্চ দুই হাজার ৮৯০ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ পেয়েছে। ১২৬টি চলমান এবং ৩১টি নতুন প্রকল্পে অর্থের সংস্থানের করায়— এ অতিরিক্ত বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। আর সবচেয়ে কম ১ কোটি ৪০ লাখ টাকা কম বরাদ্দ পেয়েছে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।