June 18, 2021

Jagobahe24.com news portal

Real time news update

জাতিসংঘের ৩ সংস্থার সহ-সভাপতি বাংলাদেশের রাবাব ফাতিমা

জাতিসংঘের ৩ সংস্থার সহ-সভাপতি বাংলাদেশের রাবাব ফাতিমা

জাতিসংঘের ৩ সংস্থার সহ-সভাপতি বাংলাদেশের রাবাব ফাতিমা

জাতিসংঘের তিন সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ নির্বাচন হয়।

সংস্থা তিনটি হলো- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয় (ইউএনওপিএস)।

বুলগেরিয়ার স্থায়ী প্রতিনিধি এই বোর্ডসমূহের সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্য দুজন সহ-সভাপতি হলেন- নেদারল্যান্ডস ও গাম্বিয়ার স্থায়ী প্রতিনিধি।

নবনির্বাচিত কার্যনির্বাহী বোর্ডের প্রথম সভায় দেয়া বক্তব্যে রাবাব ফাতিমা জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই তিন সংস্থার কাজে বাংলাদেশের প্রতি আস্থা রাখা বোর্ড সদস্যদের ধন্যবাদ জানান।

তিনি বোর্ডসমূহের কাজ, বিশেষ করে কোভিড-১৯ মহামারির প্রভাব কাটিয়ে উঠার প্রচেষ্টায় বাংলাদেশের পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দেন।

চলতি বছর রাষ্ট্রদূত ফাতিমা ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করছেন।

বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা রাবাব ফাতিমা এর আগে নিউইয়র্ক, জেনেভা, কলকাতা ও বেইজিংয়ে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘ সদর দফতরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।