October 20, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

জানুয়ারিতে সাড়ে ১৬ হাজার কোটি টাকা পাঠিয়েছে প্রবাসীরা

জানুয়ারিতে সাড়ে ১৬ হাজার কোটি টাকা পাঠিয়েছে প্রবাসীরা

জানুয়ারিতে সাড়ে ১৬ হাজার কোটি টাকা পাঠিয়েছে প্রবাসীরা

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে ১৯৬ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৬০০ কোটি টাকারও বেশি (প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে)। অর্থাৎ গত বছরের জানুয়ারি মাসের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ১৯ দশমিক ৭৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের এক সমীক্ষা থেকে এই তথ্য পাওয়া গেছে।

তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আগের কয়েক মাসের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স কিছুটা কমেছে। শেষ পাঁচ মাসের সঙ্গে তুলনায় জানুয়ারিতে ২০০ কোটি ডলারের নিচে নেমেছে রেমিট্যান্স। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্ট কর্মকর্তারা।