June 19, 2021

Jagobahe24.com news portal

Real time news update

ঢাকায় পৌঁছালো ফাইজারের ১ লাখ ৬শ ডোজ করোনার টিকা

ঢাকায় পৌঁছালো ফাইজারের ১ লাখ ৬শ ডোজ করোনার টিকা

দেশে ব্যবহারের জন্য চতুর্থ টিকা হিসেবে যুক্তরাষ্ট্রের ফাইজারকে অনুমোদন

নিউজ ডেস্কঃ দেশে ব্যবহারের জন্য চতুর্থ টিকা হিসেবে ফাইজারকে অনুমোদন দেয়া হলো। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, রাশিয়ার স্পুতনিক-ভি টিকা ও চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।
জরুরি ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি করোনাভাইরাসের টিকা অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।
বৃহস্পতিবার অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন থেকে এ টিকা আমদানি ও ব্যবহারে আইনি কোনো বাধা রইল না।
এর আগে যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে ওয়াশিংটনকে চিঠি দেয় বাংলাদেশ। সেই চিঠিতে উপহার হিসেবে টিকা চেয়েছে বাংলাদেশ। যদি তা না হয় তবে ওয়াশিংটনের কাছ থেকে টিকা কিনতেও বাংলাদেশ রাজি আছে বলে চিঠিতে জানানো হয়।