January 19, 2022

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৭

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ১১ হাজার ৫৪০ জনে। একই সময় ২ হাজার ১৭৭ জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩২৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ  ৮১ হাজার ৪২৬ জন।

গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয় ২ হাজার ৩৪১ জন ও মৃত্যু হয় ৮৮ জনের। সে হিসেবে আজ আক্রান্ত কমেছে কিন্তু মৃত্যুর সংখ্যা কমেছে। 

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।