December 8, 2021

Jagobahe24.com

সত্যের সাথে আপোসহীন

পীরগঞ্জ পৌর নির্বাচন-২০২১ মেয়র পদে এগিয়ে আ’লীগ মনোনীত প্রার্থী শামীম

পীরগঞ্জ পৌর নির্বাচন-২০২১ মেয়র পদে এগিয়ে আ’লীগ মনোনীত প্রার্থী শামীম

পীরগঞ্জ পৌর নির্বাচন-২০২১ মেয়র পদে এগিয়ে আ’লীগ মনোনীত প্রার্থী শামীম

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগ মনোনীত প্রার্থী শামীম এগিয়ে। পৌরসভা জুড়ে বইছে উৎসবের আমেজ। বেশ জোরে শোরে চলছে প্রচার-প্রচারণা। শীত উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএসএম তাজিমুল ইসলাম শামীম দলীয় নেতা-কর্মীদের নিয়ে, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের ভোটারদের ঘরে-ঘরে গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। পাশাপাশি ভোটারদের কাছে পীরগঞ্জ পৌরসভার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করার আহবান জানাচ্ছেন। নির্বাচন আচরন বিধি মেনে নৌকা মার্কার পৌর এলাকার প্রধান সড়ক, প্রতিটি পাড়া-মহল্লার অলিগলি পোস্টারে পোষ্টারে ছেয়ে গেছে। নৌকার পক্ষে ভোট চেয়ে চলছে মাইকিং। পথসভা, মতবিনিময় ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও কর্মীরা। প্রতিটি ওয়ার্ড এলাকায় সম্মিলিতভাবে নৌকা মার্কার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্মথন ও সহযোগিতায় ভোটের মাঠে অনেকটাই এগিয়ে রয়েছেন বর্তমান এএসএম তাজিমুল ইসলাম শামীম। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু বলেন, মেয়র হিসেবে এএসএম তাজিমুল ইসলাম শামীম পুনঃ নির্বাচিত হলেই পৌর এলাকার উন্নয়ন ও নাগরিক সুবিধা পাওয়া সম্ভব হবে। উল্লেখ্য আগামী ২৮ শে নভেম্বর পীরগঞ্জ পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে মেয়র পদে ৩জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ ও সাধারন কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।